বাড়িতেই তৈরি করুন অরগ্যানিক আন্ডার আই ক্রিম।
নিয়মিত খাওয়া দাওয়ার অনিয়ম ও স্ট্রেস এর ফলে স্বাভাবিক ভাবে বয়স বাড়তে থাকলে তার ছাপ দেখা যায় চোখের চারপাশে। ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বয়স্ক দেখায়। বাজারে বিভিন্ন বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করলে অনেক সময়ই তা বিশেষ লাভজনক হয় না। বরং বাড়িতেই বানিয়ে নিন অরগ্যানিক আন্ডারআই ক্রিম। আর সমাধান করুন বলিরেখা সমস্যার।
<
কেন চোখের কোলে বলিরেখা দেখা দেয়?
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের কিছু পরিবর্তন হয়।
১। তৈল গ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক প্রয়োজনীয় তেল পায় না।
২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের ওপরও তার প্রভাব পড়ে।
৩। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে যার ফলে ডারমিস স্তর পাতলা হয়ে আসে।
কী ভাবে ঠিক করবেন এই সমস্যা?
যদি সব সময়ই চোখের কোল ফোলা দেখায় তাহলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।
অরগ্যানিক আন্ডার আই ক্রিম তৈরী করতে কী কী লাগবে?
ভিটানিমন ই ক্যাপসুল: ২ টি (ত্বকে পুষ্টি জোগায়)
থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)
নারকেল তেল: ১ চা চামচ (ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করে)
কী ভাবে লাগাবেন?
তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ক্লকওয়াইজ মোশনে ম্যাসাজ করুন।তবে খেয়াল রাখবেন যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার অথবা টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে রোজ মাখুন।
সংগ্রহিত: