ক্ষতিকারক ক্রিম মেখে ত্বকের বারোটা বাজানোর বদলে উজ্জ্বল ত্বক পান ঘরে বসেই। তার জন্য রইল কিছু ঘরোয়া টিপস-
১) পাতিলেবুর রসে ব্লিচের প্রতিটি উপাদান। ত্বকের কালচে দাগ-ছোপের উপর এই রস লাগিয়ে রাখুন মিনিট দশেক। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ফি হপ্তায় দু’দিন এই রস মাখলে কালচে ত্বক আবার আগের রং ফিরে পাবে। তবে লেবুর রস মেখে রোদে না বেরোনোই ভালো। এতে হিতে বিপরীত হবে।
২) এক চামচ হলুদ গুড়োয় তিন চামচ পাতিলেবুর রস মিশিয়ে মুখে, ঘাড়ে, গলায় মাখুন। মিনিট পনেরো রেখে ধুয়ে নিন। তফাত্টা নিজেই দেখুন।
৩) যেকোনো ফেসপ্যাকে গোলাপজল ব্যবহার করুন। এতেও ত্বক উজ্জ্বলতা বাড়বে।
৪) মূলতানি মাটিতে গোলাপজল, মধু মিশিয়ে সপ্তাহে তিনদিন মুখে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক টানটান হবে। কালচে ভাবও কমবে।
৫) রোজ ডাবের জল মাখলেও হারানো জেল্লা ফিরে পাওয়া যাবে।
৬) এক চামচ টক দইয়ের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে রোদ স্নানের আগে মুখে মাখুন মিনিট পনেরো। টানা পনের দিন করলেই ত্বক হবে মোলায়েম।
৭) সপ্তাহে একদিন অন্তত সারা শরীরে স্নানের আগে নারকেল তেল ভালোমতো মেখে স্নান করুন। আধঘন্টা অপেক্ষা করে স্নান করুন। ত্বকের জেল্লা বাড়বেই।
৮) দুই টেবিল চামচ টমেতো, দুই চা-চামচ পাতিলেবুর রস এবং অল্প বেসন মিশিয়ে ফেস প্যাক বানান। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন। কালচে ভাবও দুর হবে। বলিরেখাও থাকবে না।