ডায়াবেটিস ভুগছেন! এটি কেড়ে নিতে পারে ৯ বছর!
সারা বিশ্বে যে পরিমানে ডায়াবেটিসের সমস্যা বেড়ে চলেছে তাতে ডায়াবেটিসকে নিরব ঘাতক বলে ব্যখ্যা করেন চিকিৎসকরা। এক সমীক্ষার মাধ্যমে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয় ডায়াবেটিসের ফলে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও চিনের পেকিং ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, ডায়াবেটিসের ফলে ৯ বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে আক্রান্তদের। গ্রামীণ এলাকায় পর্যাপ্ত চিকিৎসার অভাবে ডায়াবেটিসের কারণে মৃত্যুর হার বেশি।
বিগত এক দশকে চিনে প্রায় ১০ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন। ২০১৪ সালে প্রকাশিত ডায়াবেটিসের সঙ্গে আয়ু কমে যাওয়া সম্পর্কিত রিপোর্টে দেখা গিয়েছে সারা বিশ্বে ডায়াবেটিসের কারণে মৃত্যু হওয়া ৫ লক্ষ মানুষের বয়স ৩০-৭৯ বছরের মধ্যে। মূলত ডায়াবেটিসের কারণে হার্টের সমস্যা, স্ট্রোক, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ইনফেকশন, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারে মৃত্যু হয়েছে এদের।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক জেংমিং চেন জানান, গ্রামের থেকে শহরে বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসার অভাবে ডায়াবেটিসের কারণে মৃত্যুর হার শহরের থেকে গ্রামে অনেক বেশি। ডায়াবেটিসের চিকিৎসায় ওষুধের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক ডায়েট, (ফল, সবজি, দানাশস্য, ফাইবার, লো ফ্যাট, লো ক্যালরি খাবার), এক্সারসাইজ, ওজন নিয়ন্ত্রণে রাখা।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
সংগ্রহিতঃ