Medistore এর দুই বছর সেলিব্রেশন
চলতে চলতে দুই দুইটি বছর পেরিয়ে গেলো। দুই বছর একটি স্টার্টআপ কোম্পানীর জন্য খুববেশী সময় নয়। কিন্তু এই চলার পথ যে অনেক দীর্ঘ। এবং কি, এর শুরুটা একেবারেই মসৃণও ছিলোনা। অনেক কাঠখোড়, ঝড়ঝাপটা পেরিয়েই “মেডিস্টোর” আজকের এই অবস্থানে।
#শোকর_আলহামদুলিল্লাহ্ আমরা আমাদের এই অবস্থানে বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া। এই পথ চলার মাঝে পেলাম- কিছু অভিজ্ঞতা, কিছু শিক্ষা, কিছু আনন্দ। আর আপনাদেরকে সবাইকে সেই আনন্দ ভাগাভাগির আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়ের প্রান্ত থেকে।
এবার আসল কথায় আসছিঃ ১৬-১১-১৬ তে আমরা মেডিস্টোর আরম্ভ করেছিলাম। এবার ১৬-১১-১৮তে ২বছর পূর্ণ করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। তাই, এ উপলক্ষ্যে সারা মাসব্যাপী মেডিস্টোরে থাকছে নানান আয়োজন। এবং আমাদের এই দুইবছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৭/১১/২০১৮ তারিখে নয়াপল্টন (বক্স কালবারট রোড়) এ অবস্থিত “ওয়েস্টন” রেস্টুরেন্টে আয়োজন করতে যাচ্ছি সেলিব্রেশন পার্টি। উক্ত তারিখে আয়োজিত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের আগামীর চলার পথে প্রেরণা যোগাবে।
আরও বিস্তারিত জানতে আমাদের পেজ https://www.facebook.com/medistore.official এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
#কথা_হবে_দেখা_হবে; #খানা_হবে_গানা_হবে…