স্বাস্থ্য নিয়ে বড়াই নয়, শ্বাসকষ্টের বিরূদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে সাথে রাখুন অক্সিজেন কনসেনট্রেটর।
তবে যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ!
স্বাস্থ্য নিয়ে বড়াই নয়, শ্বাসকষ্টের বিরূদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে সাথে রাখুন অক্সিজেন কনসেনট্রেটর।
দেখুন, ওভেন, ওয়াশিং, এসি
অথবা আকাশের শশী, সবই তো কিনেছেন।
ওসব ছাড়া কি চলে না বলেন?
তাহলে জরুরি প্রয়োজনে ঘরে রাখুন একটি পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরও।।
অক্সিজেন কনসেনট্রেটর! এই ডিভাইসটি আলাদাভাবে অক্সিজেন দিয়ে পূর্ণ হওয়ার দরকার নেই।
একটি অক্সিজেন কনসেনট্রেটর সাধারণ অক্সিজেন সিলিন্ডারের চেয়ে ভাল কেন?
এটি সর্বশেষতম প্রযুক্তি, প্রতি মিনিটে ১ থেকে ৭ লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।
বিশেষজ্ঞের মতে, কারও যদি শ্বাসকষ্টের সাথে প্রতি মিনিটে অক্সিজেনের প্রবাহের জন্য ৫ লিটারের বেশি প্রয়োজন হয়, রোগীকে হাসপাতালে জরুরি অবস্থাতে নিয়ে যাওয়া উচিত।
– নাকের ক্যানোলা পরিবর্তন করে একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবে ।
– গ্যাস লিক হওয়ার এবং সিলিন্ডার ফেটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
– বারবার অক্সিজেন পুনরায় রিফিল/পূরণ করার প্রয়োজন নেই।
– অক্সিজেন সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের আপনার বাড়িতে রিফিলের জন্য প্রবেশের দরকার নেই।
– বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ 24/7/365 দিন।
– কোনও মেয়াদোত্তীর্ণ ইস্যু / তারিখ নেই।
– হালকা ওজন।
বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজনীয় একটা জিনিস।
করোনা আক্রান্ত রোগীর প্রধান সমস্যা হয় শ্বাষনালীতে ও ফুসফুসে যার কারনে শরিরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং ক্ষতিগ্রস্ত হয় শরিরের প্রধান প্রধান অংগগুলো যার ফল স্রুতিতে মৃত্যু ও হতে পারে।
করোনা আক্রান্ত রোগি ছাড়াও কিছু কিছু রোগে যেমন এজমা,COPD, হৃদরোগেও রোগীর শরীরে অক্সিজেনের অভাব হয়।এসব সমস্যায় ডাক্তাররা তাদের বাসায় অক্সিজেন থেরাপীর পরামশ দিয়ে থাকেন। আমাদের দেশে সাধারণত অক্সিজেন সিলিন্ডার এর মাধ্যমে এই অক্সিজেন সরবরাহ করা হয়।উন্নত বিশ্বে অক্সিজেন সরবরাহের জন্য সবচেয়ে জনপ্রিয় যন্ত্রটি হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর।
অক্সিজেন কনসেন্ট্রেটর কিভাবে কাজ করে?
এটার জন্য আলাদা করে অক্সিজেন ভরতে হয়না এটি উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন পরিশুদ্ধ ও ঘনীভুত করে এবং নলের মাধ্যমে সরাসরি রোগিকে সরবরাহ করে।
অক্সিজেন সিলিন্ডারের থেকে এটি কেন এত জনপ্রিয়?
-সর্বাধুনিক প্রযুক্তি
-সিলিন্ডার ফেটে আগুন ধরবার সম্ভাবণা নেই।
-টানা ২৪ ঘন্টাই ননস্টপ অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা।
-বারবার গ্যাস রিফিলের ঝামেলা নেই
-অক্সিজেনের মান ও মেয়াদ নিয়ে কোন টেনশন নেই।
-সহজে বহনযোগ্য
-সিলিন্ডারের অধিক মুল্য ও অপ্রতুলতা