মানুষ কি দেখে পণ্য কিনে?

খুব সহজ প্রশ্ন বটে! তবে Many men, many minds এই থিউরী মতে অত সোজাও নয় এই প্রশ্ন। আমার ঠিক যে কারণে ভালো লাগছে, আপনার ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে। এই হওয়া না হওয়ার দোলাচল কাটিয়েও এটুকু অন্ততঃ বলা যায় যে, মানুষ মুলত দাম আর কোয়ালিটি দেখেই কিনে।

এখন দাম জিনিসটা আপেক্ষিক।কেউ বলেন জিনিস ভালো হলে দাম তো একটু বেশী হবেই, আবার কেউ বলেন ভালো জিনিসে আবার ছাড় কেন দিচ্ছে? ঘাপলা নেই তো কোন? তবে হিউম্যান সাইকোলজির দৃষ্টিতে এটা প্রমাণিত যে, ভালো জিনিস একটু দাম দিয়ে কিনলেও অত আফসোস করেনা ক্রেতা। কারণ, তিনি তো জানেন, ভালো জিনিসটাই পেয়েছেন তিনি। তাই বোধকরি, জবরজং জিনিসের ক্ষেত্রে সস্তার তিন অবস্থা কথাটির আবির্ভাব।

তাহলে কি দাঁড়ালো জিনিসটা? আসলে কাস্টমারের স্যাটিসফেকশন কোয়ালিটি থেকেই আসে। কোয়ালিটিই একমাত্র নির্ণায়ক আসলে। হালে অবশ্য ‘ব্র্যান্ড ভ্যালু ‘ কথাটাও যুক্ত হচ্ছে হালকা -পাতলা। তবে, কোয়ালিটি নিজেই তো ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করে অনেকটা।

তবে এটুকু বলি আপনাদের, মেডিস্টোর দাম আর কোয়ালিটি দুটোর সমন্বয়ই রাখছে ক্রেতাদের জন্য। জিনিস একদম সেরাটাই পাবেন, তবে দাম বেশী দেয়ার কচকচানি থাকবে না এক ফোঁটাও। কারণ, জিনিস ভালো হলেও মোটেও দাম বেশী রাখছে না মেডিস্টোর।

Manush ki dekhe ponno kine 1

দাম, কোয়ালিটি, তাঁর সাথে যুক্ত হচ্ছে মেডিস্টোরের ইনভেন্টরি। হ্যাঁ, পাঠক ইতিমধ্যেই জেনে থাকবেন, মেডিস্টোর বাংলাদেশের সবচেয়ে বড় ফুল ফ্লেজেড অনলাইন মেডিকেল ইকুইপমেন্ট শপ। নিত্য নতুন পণ্য নিয়ে আসাতে এর জুড়ি মেলা ভার। একটা কথা না বললেই নয়, মেডিস্টোর কোয়ালিটিকে কোয়ালিটি দিয়ে রিপ্লেস করে। ভালো জিনিসের বিকল্প হিসেবে আরেকটা ভালো জিনিস রেফার করে মেডিস্টোর। এটাই আমাদের USP. এটাই আমাদের মন্ত্র।

কথা হলো, কেন মেডিস্টোর।

উত্তর হলো, আপনার চোখে মেডিস্টোরের চেয়ে ভালো কে?

দাম মনে হয় বেশী? আপনার চেনাজানা কেউ এর চেয়ে কমে দিচ্ছে? ঐ কোয়ালিটি যাচাই করেছেন তো? করলে কাকে দিয়ে যাচাই করিয়েছেন? মেডিস্টোরের কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা। বাইরের প্রোডাক্ট বলেই কি সেটা ভালো হবে নাকি?

নাহ, তবে মেডিস্টোর বাইরের প্রোডাক্ট আনে এটা ভুল। মেডিস্টোর বাইরের সেরা প্রোডাক্টটাই নিয়ে আসে। পার্থক্য এখানেই।

দরকারী কোনটা কেমনে বুঝবো? এটা ভালো বলেছেন কিন্তু। মেডিস্টোর কাউন্সেলিং করে কিন্ত। প্রোডাক্ট রিলেটেড কাউন্সেলিং! পণ্য কিনবেন, সাথে ফ্রি টিউটোরিয়াল!

আচ্ছা, কি কি পণ্য আছে?

এটা বলবো না! আপনি একটু এখানে ঢুঁ দিয়ে আসেন→ www.medistorebd.com ‌. আর কি কি প্রোডাক্ট যুক্ত করা লাগবে সেটা আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আর হ্যাঁ, ইনবক্সে জানাতে পারেন আপনার পণ্যের চাহিদাও।

মেডিস্টোর বিশ্বাস করে, টাকা বা স্বাস্থ্য ; দুটোই অমূল্য। কোনটাকে হেলা করার সুযোগ নেই। আর স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে ঠকে শেখার সুযোগও নেই। দেখেই শিখবেন।

Main Menu