নেইল পলিসের পদ্ধতি
নেইল পলিস লাগিয়েছেন অথচ এক রাতের মধ্যেই ভ্যানিশ সেই নেল পলিসের সুন্দর রঙ। চকচকে ভাব অনেকসময় নিমেষেই হারিয়ে যায়। তাই অনুষ্ঠানের একদিন আগে নেল পলিস লাগিয়েও পরেরদিন কীভাবে সুন্দর থাকবে সেই চিন্তায় থাকতে হয়। তাই জেনে নিন কীভাবে টেকসই হবে আপনার নেল পলিস।
❏ পলিস করার আগে প্রস্তুতি: অপ্রস্তুত নখে কখনওই টেকসই হবে না নেল পলিস। নখ পরিস্কার করে, কেটে তবেই নেল পলিস লাগান। এমনকি, আগে লাগানো নেল পলিস কোনওভাবেই যেন নখে লেগে না থাকে। তার সঙ্গে নিশ্চিত করুন তেল বা ময়লা যেন নখে না লেগে থাকে।
❏ শুক্ন নখ: জলের উপর নেল পলিস ব্যবহার করলে দ্রুত উঠে যাওয়ার প্রবণতা থাকে। তাই নেল পলিসের প্রথম প্রলেপ লাগানোর আগে নিশ্চিত করুন আপনার নখ শুকনো।
❏ সূক্ষ প্রলেপ ব্যবহার: একবারেই নেল পলিস লাগান অনেকেই। কিন্তু নেল পলিস লাগানো উচিত এক একটি সূক্ষ প্রলেপে। এর ফলে সুবিধা এই যে নেল পলিস তাড়াতাড়ি শুকিয়ে যায়।
❏ বেস কোট ব্যবহার: অনেকেই এই পদ্ধতিতে নেল পলিস ব্যবহার করেন না। তবে টেকসই করতে হলে বেস কোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেস কোট অনেকদিন নেল পলিস ধরে রাখতে সাহায্য করে।
❏ শুকাতে দিন: ব্লো ড্রায়ারের মাধ্যমে নয় এমনিই শুকাতে দিন। তাহলে নেল পলিসের মেয়াদ বাড়ে। এবং তাঁর চকচকে ভাবও অক্ষত থাকে।