আদা-লেবুর পানীয়তে কমবে ওজন !

ওজন কমাতে এবং পেটের মেদ ঝরাতে আদা ও লেবুর পানীয় দ্রুত কাজ করে।  হজম ভালো করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে আদা।

এ ছাড়া কঠিন চর্বিকে কমাতে সাহায্য করে আদার পানি । নিয়মিত এই পানীয়  খেলে দ্রুত মেদ ঝরে।

শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে উপকারী লেবু । আর ওজন কমাতে শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে মধু এবং সুবাসিত করে পানীয়টিকে ।

ওজন কমাতে আদা-লেবুর পানীয় তৈরির উপায় 

আদা-লেবুর medistore (1)

ওজন কমাতে আদা-মধুর পানীয় তৈরির উপায়

উপাদান

১. আদা

২. লেবু

৩. মধু

যেভাবে তৈরি করবেন

একটি মাঝারি আকারের আদা প্রথমে কয়েক টুকরো করে কেটে নিন। এবার একটি মাঝারি আকারে লেবু নিয়ে সেটি কয়েক টুকরো করে কাটুন।

এবার এক লিটার পানি নিয়ে একটি পাত্রে সেদ্ধ করুন। এবার কিছুক্ষণ পর এতে আদা ও লেবুর টুকরোগুলো দিন। এবার চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন। চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

এরপর পানীয়টি থেকে আদা ও লেবু সরিয়ে ফেলুন। এবার পানীয়টি ছেঁকে নিন এবং এর মধ্যে এক চা চামচ মধু মেশান। তৈরি হয়ে গেল আদা ও লেবুর পানীয়। খাবার আগে অথবা পরে এই পানীয়টি দিনে এক থেকে দুবার পান করতে পারেন।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সঙ্গে প্রতিদিন এই পানীয়টি পান কয়েক সপ্তাহের মধ্যে আপনার ওজন কমাতে সাহায্য করবে।

Leave a Reply

Main Menu